টপ

স্কুল শিক্ষকের মানবিকতায় প্রাণ ফিরে পেলেন পথ দুর্ঘটনায় গুরুতর জখম বৃদ্ধ রিকশা চালক

স্কুল শিক্ষকের মানবিকতায় প্রাণ ফিরে পেলেন পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বৃদ্ধ রিকশা চালক। দিনভর রিকশা চালিয়ে বীরপাড়া থেকে ডিমডিমা চা বাগানে নিজের বাড়ি ফেরার সময় বীরবিট ব্রীজের কাছে একটি পিকআপ ভ্যান ঐ বৃদ্ধ রিকশাচালককে ধাক্কা মারে। ঘটনায় ওই বৃদ্ধ রিকশাচালক গুরুত্বর আহত হন এবং তার রিকশাটি দুমড়ে মোচড়ে যায়। পথের ধারে বসে সে অনেকের কাছে সাহায্য চায় কিন্তু পায়নি।

            দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ধরে রাস্তার ধারে পড়ে সাহায্য প্রার্থনা করলেও মনুষত্বহীন সমাজের কাউকে ওই বৃদ্ধ রিকশাচালকের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় নি। বেশ কিছুক্ষণ পর ঐ পথ দিয়ে স্কুটি চেপে আসছিলেন আকাশ গুপ্তা নামে এক স্কুল শিক্ষক। অসহায় রিকশাচালক বৃদ্ধকে দেখে তিনি নেমে পড়েন স্কুটি থেকে। তিনি বহুকষ্টে ঐ বৃদ্ধকে তুলে নেন স্কুটিতে। কিছুদুর আসার পর একজন সিভিক ভলান্টিয়ারের সহায়তায় তিনি তাকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করেন। আকাশবাবুর মানবিকতায় প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ।